নিনটেন্ডোর রেডউড সিটি এবং টরন্টো অফিস বন্ধ ঘোষণা

১ নভেম্বর, ২০২১ ০৮:২৩  
নিনটেন্ডো তাদের ক্যালিফোর্নিয়ার রেডউড সিটি এবং কানাডার টরন্টো অফিস বন্ধ করে দিচ্ছে। কোম্পানির এক বিবৃতির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দ্য ভার্জ। গত শুক্রবার রেডউড সিটি অফিস বন্ধের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে কোটাকু। নিটনেন্ডো তাদের বিবৃতিতে জানায়, “নিনটেন্ডোর আমেরিকাতে প্রধান কার্যালয় হলো ওয়াশিংটনের রেডমন্ডে এবং ব্রিটিশ কলম্বিয়ার ভ্যানকুভারে। টরন্টো এবং রেডউড সিটিতে আমাদের ছোট স্যাটেলাইট অফিস বন্ধ করে দিচ্ছি এবং কর্মীদেরকে আমাদের প্রধান কার্যালয়গুলোতে স্থানান্তরিত করছি”। কোটাকুর প্রতিবেদনে বলা হয়, নিনটেন্ডোর এই সিদ্ধান্তে প্রায় ১০০ কর্মী রেডউড সিটি অফিস থেকে স্থানচ্যুত হচ্ছেন। ঠিক কতো কর্মী এই সিদ্ধান্তের ফলে চাকরি হারাতে পারেন সে বিষয়ে কিছু বলেনি নিনটেন্ডো। তবে এক বিবৃতিতে কোম্পানিটি বলেছে যে, কিছু কর্মীকে অন্যান্য অফিসে স্থানান্তরিত করা হবে। এছাড়া কী কারণে অফিস বন্ধ করা হচ্ছে সেটিও জানায়নি নিনটেন্ডো। ডিবিটেক/বিএমটি